প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
মধুপুরে বেসরকারি ও কিন্ডারগার্টেন  বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
    
মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তির পুরস্কার বিতরণ করা হয়েছে। 
শনিবার (১১ অক্টোবর)  সকালে মধুপুর অডিটোরিয়ামে মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি  উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজনে করা হয়।। 
সংগঠনের সভাপতি  মো. আফাজ উদ্দিন সুমন এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন মধুপুরের সহকারি কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসায় মো. নাজমুল হক, এ.এস. আই. মহসীন কবির, মধুপুর সরকারি  ডিগ্রি কলেজের প্রভাষক আ:রহিম, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা   রফিকুল ইসলাম। অনুষ্ঠানে  বিভিন্ন বেসরকারী  ও কিন্ডার গার্ডেন  স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী অভিভাবকক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে ৩৩২জন শিক্ষার্থীর  হাতে নগদ অর্থ এবং ক্রেস্ট  তুলে দেওয়া হয়।
এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি  পেয়েছে  ৬৩ জন এবং সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছে  ২৬৯ জন। 
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com